
কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার চাঞ্চল্যকর এরশাদুল হাবিব রুবেল হত্যার প্রায় ২০ বছর পর আদালতের রায় ঘোষনা করা হয়েছে। মামলায় অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে ফাঁসির রায় ও ৪ জনকে খালাসের আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
আজ বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম জেলা জজ স্পেশাল আদালতে এ রায় ঘোষনা করা হয়।
ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের মাতবর পাড়ার মোহাম্মদ ইউসুফ মাতবরের ছেলে রুস্তম মাতবর, গোলাম মোস্তফার ছেলে সোহেল মাতবর, আবু তাহের চৌধুরীর ছেলে মো: জুয়েল মাতবর ও মোহাম্মদ তাহের মাতবরের ছেলে মো, ফরহাদ মাতবর। দন্ডপ্রাপ্তদের মধ্যে ফরহাদ কারাগারে রয়েছে ও বাকি ৩জন দেশের বাইরে পলাতক রয়েছে বলে জানা গেছে। খালাসপ্রাপ্ত ৪ আসামীরা হলেন সাজ্জাদ,আরাফাত এবং ছোটন ও সৈয়দ।
উপজেলা সদর বড়ঘোপ মাতবর পাড়ার মরহুম মোহাম্মদ কাশেম মাতবরের পুত্র সাবেক ছাত্রনেতা এরশাদুল হাবিব রুবেল ২০০৬ সালের ১৫ অক্টোবর সন্ধ্যায় বড়ঘোপ বাজার থেকে রিক্সায় বাড়ি ফেরার পথে দন্ডপ্রাপ্ত সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। রুবেলের মা মমতাজ সুফিয়া বেগম বাদি হয়ে থানায় হত্যা মামলা করেন। আসামীরা বিগত আওয়ামী সরকার দলীয় প্রভাব খাটানোয় মামলার তেমন কোন অগ্রগতি ছিলনা। ফলে মামলাটি ২০২৩ সালে চট্টগ্রাম জজ আদালতে স্থানান্তর করা হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবি নিহত রুবেলের ছোট ভাই (মামলার পরিবর্তিত বাদী) ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম বলেন, প্রায় বিশ বছর পর তার ভাই হত্যার রায়ে ৪জনকে ফাঁসি ও ৪ জনকে খালাস দেয়ার আদেশে তারা পুরোপুরি সন্তুষ্ট নন। রাস্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান তিনি।