
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালংয়ে ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘পালং স্পোর্টস অ্যারেনা’।
শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার রাজাপালংয়ে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এর কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “গ্রামাঞ্চলে খেলাধুলার পরিসর বাড়লে তরুণ সমাজ মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকবে। এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বড় ভূমিকা রাখবে।”
এসময় তিনি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জতীয় পর্যায়ে ২য় স্থান অর্জনকারী প্রতিষ্ঠান একেএনসি উচ্চ বিদ্যালয়ের ফুটবল দলকে ফুল দিয়ে বরণ করে নেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী। তারা বলেন, “তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। পালং স্পোর্টস অ্যারেনার উদ্বোধন উখিয়ার ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের উপজেলা সভাপতি সাইফুল ইসলাম সোহরাওয়ার্দী, ছাত্র প্রতিনিধি শেখ সাঈদী, সোহেল ইসলামসহ স্থানীয় ক্রীড়ামোদী তরুণরা। তারা বলেন, “এই স্পোর্টস অ্যারেনা স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং একটি সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করবে।”
পালং স্পোর্টস অ্যারেনার স্বত্বাধিকারী ত্বওকী ফারদ্বীন জানান, “স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং একটি আধুনিক ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতেই এই স্পোর্টস অ্যারেনা প্রতিষ্ঠা করা হয়েছে।”
স্থানীয়রা বলছেন এই স্পোর্টস অ্যারেনা মাদক থেকে যুব সমাজকে দুরে রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।