1. admin1@shimantoshohor.com : নিজস্ব প্রতিবেদক: : নিজস্ব প্রতিবেদক:
  2. nrakash261@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  3. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
  4. alamcox808@gmail.com : বিশেষ প্রতিবেদক : Badioul Alam বিশেষ প্রতিবেদক

টেকনাফে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম

✍️ প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

  • আপডেট সময়ঃ সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৮ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে সীমান্তবর্তী চৌধুরী পাড়া হাজী ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

 

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এই ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান, পিএসসি। ক্যাম্পে উপস্থিত থেকে চিকিৎসা সেবা প্রদান করেন টেকনাফ ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. শাহাদাত হোসেন শুভ, এএমসি।

 

এতে পুরুষ ২৩ জন, মহিলা ১৩০ জন এবং শিশু ৬৫ জনসহ মোট ২১৮ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেওয়া হয়।

 

স্থানীয় জনগণ বিজিবির এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। সীমান্ত এলাকায় জীবনমান উন্নয়নে এ ধরনের সেবামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com