
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল আনুমানিক ৪টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্টে এ ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গা যুবক ক্যাম্প ৮ ইস্টের ব্লক- ই এলাকার আমান উল্লাহর পুত্র জাহিদ আলম (২৫)। যার এফসিএন-২৮২০৭১।
পুলিশ জানিয়েছে, নিহতের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উখিয়া থানা কর্তৃপক্ষ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছে পুলিশ।