1. admin1@shimantoshohor.com : নিজস্ব প্রতিবেদক: : নিজস্ব প্রতিবেদক:
  2. nrakash261@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  3. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
  4. alamcox808@gmail.com : বিশেষ প্রতিবেদক : Badioul Alam বিশেষ প্রতিবেদক
শিরোনামঃ

কলকাতায় বাংলাদেশি মডেল-অভিনেত্রী গ্রেফতার

✍️ প্রতিবেদক: সীমান্ত শহর ডেস্ক:

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৪১ বার পঠিত

কলকাতার পার্ক স্ট্রিট থানার পুলিশ যাদবপুর থানা এলাকার বিক্রমগরের একটি ফ্ল্যাট থেকে শান্তা পাল (২৮) নামে এক বাংলাদেশি নারীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। তার কাছ থেকে ভারত ও বাংলাদেশের একাধিক পরিচয়পত্র ও নথিপত্র উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারের সময় শান্তার কাছ থেকে একটি ভারতীয় ভোটার কার্ড, দুটি আধার কার্ড (একটি কলকাতার, অন্যটি বর্ধমানের), রেশন কার্ড ও একটি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি বাংলাদেশি এয়ারওয়েজের কর্মীর পরিচয়পত্র ও বাংলাদেশ সেকেন্ডারি এডুকেশন বোর্ডের অ্যাডমিট কার্ডও পাওয়া গেছে।

কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, শান্তা পাল ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গরে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করছিলেন। তবে তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বিভিন্ন ঠিকানা ব্যবহার করতেন বলে পুলিশ ধারণা করছে। উদ্ধার হওয়া আধার কার্ড দুটি ২০২০ সালে তৈরি হয়েছে।

পুলিশ আরও জানায়, শান্তা পাল ট্যুরিস্ট ভিসায় ভারতে প্রবেশ করেন, তবে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তিনি দেশে ফিরে যাননি ও অবৈধভাবে ভারতে অবস্থান করে আসছিলেন।

তদন্তে জানা গেছে, শান্তা বাংলাদেশের একটি সৌন্দর্য প্রতিযোগিতায় ‘মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ’ খেতাব পেয়েছিলেন। এছাড়া ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামে একটি সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয় বলে দাবি করেছেন তিনি। এমনকি, তিনি একটি তেলেগু চলচ্চিত্রে কাজের সুযোগও পেয়েছিলেন বলে দাবি করেন।

গ্রেফতারের পর শান্তার কাছ থেকে উদ্ধার হওয়া সব নথিপত্র যাচাই করে দেখছে কলকাতা পুলিশ। একই সঙ্গে তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোও নজরদারিতে রাখা হয়েছে। শান্তা কীভাবে ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করলেন ও এর পেছনে কোনো চক্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে তদন্তকারী কর্মকর্তারা।

এ ঘটনায় পার্ক স্ট্রিট থানায় শান্তার বিরুদ্ধে প্রতারণা, ষড়যন্ত্র ও ফৌজদারি অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পেশ করলে বিচারক ৮ আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

কলকাতা পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com