নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক কামরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মিয়ানমারের মংডু চাংবালা এলাকার কিউ না তচংগ্যার ছেলে মং নিউ তংচংগ্যা (২২) নামের এক মাদক কারবারিকে আটক করে পুলিশ।
জানা যায়, সোনাইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড রেজু হেডম্যানপাড়ার অং চালার মুদির দোকান থেকে তাকে আটক করা হয়। এ সময় আটক মাদক কারবারি নিজে তার কাছে থাকা ইয়াবা ট্যাবলেট বের করে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।