উখিয়ার দক্ষিণ হরিণমারা বালুর চর এলাকায় এক প্রতিবন্ধী দিনমজুরকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।
রবিবার (৫ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটে।
আহত ব্যক্তি নুরুল ইসলাম (৫০), পিতা মৃত মোহাম্মদ হাসেম। তিনি পেশায় দিনমজুর এবং শারীরিকভাবে প্রতিবন্ধী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোটবাজার এলাকার ব্যবসায়ী ও স্থানীয় নেতা ছৈয়দ আলমের দুই ছেলে জয়নাল আবেদীন (৪০) ও মো. ইউনুছ (৩২) আরও অন্তত ২০ জন ভাড়াটে লোক নিয়ে নুরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এসময় তারা নুরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং তার ঘরবাড়ি ভাঙচুর করে।
স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত নুরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
এদিকে, অভিযুক্ত জয়নাল আবেদীন ও ইউনুছ কোটবাজার এলাকায় শুঁটকি ব্যবসা এবং পোশাক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। এবিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে উখিয়া থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।