কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল কাটাখাল বেড়িবাধ এলাকায় অবস্থান নেয়।
পরে বিকেল সাড়ে ৫টার দিকে মিয়ানমার থেকে দুইজন সন্দেহভাজন ব্যক্তি নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের দিকে অগ্রসর হয়। এ সময় তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় কেওড়া বাগানের ভেতর পলিথিনের একটি প্যাকেট ছুড়ে ফেলে পালিয়ে যায়।
তল্লাশি চালিয়ে প্যাকেটের ভেতর বায়ুরোধী তিনটি কাটে মোট ৩০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও আর কোনো অবৈধ পণ্য উদ্ধার করা যায়নি।
বিজিবি অধিনায়ক আরও জানান, মাদককারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।