1. admin1@shimantoshohor.com : নিজস্ব প্রতিবেদক: : নিজস্ব প্রতিবেদক:
  2. nrakash261@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  3. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
  4. alamcox808@gmail.com : বিশেষ প্রতিবেদক : Badioul Alam বিশেষ প্রতিবেদক
শিরোনামঃ
কুতুপালং বাজারে প্রকাশ্যে চোরাই মোবাইল বেচাকেনা, রাজস্বে বড় ক্ষতি বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া উপকূলে বড়শি দিয়ে মাছ ধরার সময় ৫ জেলে আটক টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতার পদত্যাগ মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালুর সম্ভাবনা ভারত থেকে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে, প্লাবিত হতে পারে ৫ জেলা প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিলো ইউকেএম ডিজিএফআইয়ের হেডকোয়ার্টার ভেঙে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর আগামী নির্বাচনে ভোটার সংখ্যা হতে পারে ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ হিরো আলমের জানাজা কাল বিকেল ৫টায় পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

গাজীপুরে বাড়লো সংসদীয় আসন, খুশি নেতারা

✍️ প্রতিবেদক: সীমান্ত শহর ডেস্ক:

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৩৯ বার পঠিত

জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুনঃ নির্ধারণের অংশ হিসেবে গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়ানো হয়েছে। আগে এখানে পাঁচটি আসন ছিল। এতে খুশি বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, গাজীপুরের জনসংখ্যা আগের চেয়ে বেড়েছে। এ কারণে গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। মূলত গাজীপুর-১ ও গাজীপুর-২ আসনের সীমানা পুনঃনির্ধারণ করে গাজীপুর-৬ নামে একটি সংসদীয় আসন বাড়ানো হয়েছে। এটি গাজীপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। একটি আসন বাড়ানোতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিশেষত রাজনৈতিক নেতাদের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে।

প্রস্তাব ভিত্তিক ছয়টি সংসদীয় আসনের মধ্যে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাসহ উপজেলা এলাকা ও সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড থেকে ১২ নম্বর ওয়ার্ড এলাকা নিয়ে গাজীপুর-১ সংসদীয় আসন প্রস্তাব করা হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড থেকে ৩৩ নম্বর ওয়ার্ড এলাকা ও সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন এলাকা নিয়ে গাজীপুর-২ সংসদীয় আসনের নির্বাচনী এলাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

জেলার শ্রীপুর পৌরসভাসহ উপজেলা এলাকা ও সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়ন ও গাজীপুর সেনানিবাস এলাকা নিয়ে গাজীপুর-৩ সংসদীয় আসনের নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত করে গাজীপুর-৩ সংসদীয় সীমানা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

কাপাসিয়া উপজেলা এলাকা নিয়ে গাজীপুর-৪ সংসদীয় আসন আগের মতো ঠিক রাখা হয়েছে। গাজীপুরের কালীগঞ্জ পৌরসভাসহ উপজেলা এলাকা নিয়ে আগের মতো গাজীপুর-৫ আসন অখণ্ডিত রাখা হয়েছে।

নতুন সীমানা নির্ধারণের প্রস্তাবে গাজীপুর-৬ আসন নতুন করে বাড়ানো হয়েছে। প্রস্তাবিত নতুন আসনটি গাজীপুর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড থেকে ৫৭ নম্বর ওয়ার্ড এলাকা নিয়ে গঠন করার প্রস্তাব করা হয়েছে। এখানে গাজীপুর-১ ও গাজীপুর-২ থেকে সিটি করপোরেশনের কয়েকটি ওয়ার্ড আলাদা করে একটি আসন বাড়ানো হয়েছে।

এ বিষয়ে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল জাগো নিউজকে বলেন, ‘জেলায় একটি আসন বাড়ানোয় ভালো হয়েছে। তবে বাসন থানা গাজীপুর-১-এর সঙ্গে ছিল, সেটিও খারাপ ছিল না। নির্বাচনী এলাকা ভাগ হওয়াতে এখন সাধারণ মানুষের সুবিধা হবে।

আসন বাড়ানোর বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাজহারুল আলম বলেন, ‘জেলায় একটি আসন বাড়ানোর জন্য আমি নির্বাচন কমিশন বরাবর আবেদন করেছিলাম। এজন্য প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের সঙ্গেও কথা বলেছি। একটি আসন বাড়ানোর গুরুত্ব তুলে ধরা হয়েছে। তারা বিষয়টি অনুধাবন করতে পেরেছেন।’

তিনি বলেন, ‘গাজীপুর-২ আসনে পৌনে ৮ লাখ ভোটার ছিলেন। দেশের কোনো একক আসনে এত ভোটার নেই। এ কারণে এখানে আরও একটি আসন বাড়ানো প্রয়োজন ছিল। আসন বাড়ানোতে আমাদের দাবি পূরণ হয়েছে। বৈষম্য দূর হয়েছে। এ জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।’

এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান বলেন, ‘দেশের মধ্যে গাজীপুর সিটি করপোরেশন একটি বৃহত্তম সিটি করপোরেশন। এখানে একটি আসন বাড়ানো হয়েছে, এটি খুব ভালো ও প্রশংসনীয় কাজ হয়েছে। এর মাধ্যমে গাজীপুরের মানুষ উপকৃত হবেন। সংসদে একজন প্রতিনিধি বাড়বে। ফলে এলাকার উন্নয়নসহ নানাভাবে মানুষ উপকৃত হবেন।’

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি বলেন, ‘গাজীপুরে একটি নির্বাচনী আসন বাড়ানোর ফলে এলাকার মানুষ অনেক উপকৃত হবেন। সাধারণ মানুষ জনপ্রতিনিধিদের আরো কাছ থেকে সেবা নিতে পারবেন।’

মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘জনসংখ্যার অনুপাতে গাজীপুরে একটি সংসদীয় আসন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে সেটা কি আমরা ইতিবাচক হিসেবেই দেখছি।’

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার জাগো নিউজকে বলেন, ‘গাজীপুর-২ আসনের এলাকা কমানো খুবই ভালো হয়েছে। এটি আরও আগে করা উচিত ছিল। এখন এলাকাভিত্তিক উন্নয়ন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ অনেক কাজ সুন্দরভাবে করা সম্ভব হবে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com