1. admin1@shimantoshohor.com : নিজস্ব প্রতিবেদক: : নিজস্ব প্রতিবেদক:
  2. nrakash261@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  3. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
  4. alamcox808@gmail.com : বিশেষ প্রতিবেদক : Badioul Alam বিশেষ প্রতিবেদক
শিরোনামঃ
কুতুপালং বাজারে প্রকাশ্যে চোরাই মোবাইল বেচাকেনা, রাজস্বে বড় ক্ষতি বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া উপকূলে বড়শি দিয়ে মাছ ধরার সময় ৫ জেলে আটক টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতার পদত্যাগ মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালুর সম্ভাবনা ভারত থেকে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে, প্লাবিত হতে পারে ৫ জেলা প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিলো ইউকেএম ডিজিএফআইয়ের হেডকোয়ার্টার ভেঙে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর আগামী নির্বাচনে ভোটার সংখ্যা হতে পারে ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ হিরো আলমের জানাজা কাল বিকেল ৫টায় পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

চিকিৎসকদের প্রধান উপদেষ্টা আপনারা সাহস, মানবতা ও দায়িত্ববোধের জীবন্ত প্রতিচ্ছবি

✍️ প্রতিবেদক: সীমান্ত শহর ডেস্ক:

  • আপডেট সময়ঃ সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪৮ বার পঠিত

চিকিৎসকদের জুলাইয়ের অন্যতম নায়ক আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, আপনারা সাহস এবং মানবতা ও দায়িত্ববোধের জীবন্ত প্রতিচ্ছবি।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘আহত জুলাই যোদ্ধাদের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের নিয়ে জুলাই স্মরণ অনুষ্ঠানে’ দেওয়া এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন।
বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য শোক ও দুঃখপ্রকাশ করেন। তিনি বলেন, এই ভয়াবহ দুর্ঘটনায় আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবদান আরেকবার স্মরণ করে দিয়েছে তাদের পেশার মাহাত্ম। যখন চারপাশে আতঙ্ক, কান্না আর অজানা আশঙ্কা তখন আপনারাই আমাদের আশার আলো। এই কঠিন সময়ে যারা ক্লান্তি ভুলে আহতদের সেবা দিয়ে যাচ্ছেন, জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

ড. ইউনূস বলেন, যুদ্ধের সময়ও আক্রান্ত ও আহতদের চিকিৎসা বন্ধ করা যায় না। এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত। এর ব্যতিক্রম আমরা দেখেছি এই বাংলাদেশে চব্বিশে জুলাই গণঅভ্যুত্থানের দিনগুলোতে। ফ্যাসিস্ট সরকার শুধু এদেশের ছাত্র, শ্রমিক, জনতার বুকে গুলি চালিয়ে থেমে থাকেনি। তারা সর্বোচ্চ চেষ্টা করেছে, তারা যেন কেউ হাসপাতালে চিকিৎসা না পায়। জুলাইয়ে আমাদের চিকিৎসক যোদ্ধাদের গল্প কোনো যুদ্ধ ক্ষেত্রের গল্পকেও হার মানায়।তিনি বলেন, রাস্তায় ছাত্রদের পিটিয়ে রক্তাক্ত করে মেডিকেলে ঢুকেও তাদের ওপর হামলা হয়েছিল। ডাক্তার-নার্সদের হুমকি-ধামকি নানা রকমের বাধা দেওয়া হয়েছিল। শত শত ছেলে-মেয়ে অন্ধত্ববরণ করেছে। কারণ তারা সঠিক সময়ে চিকিৎসা পায়নি। নির্দেশ ছিল, আন্দোলনে আহত কাউকে হাসপাতালে চিকিৎসা দেওয়া যাবে না। আপনারা পেছনের গেট দিয়ে আহতদের গোপনে চিকিৎসা দিয়েছেন। হাসপাতালে হাসপাতালে গ্রেফতার অভিযান চালানো হয়েছিল। সিসিটিভি ফুটেজ, রেজিস্ট্রার খাতা নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তার-নার্সরা সেসময় নিজেদের জীবন বিপন্ন করে জুলাই যোদ্ধাদের চিকিৎসায় নিজেদের সর্বোচ্চ দিয়েছেন। বিনামূল্যে দিনরাত গুলিবিদ্ধ আন্দোলনকারীদের জীবন বাঁচাতে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে চিকিৎসা দিয়েছেন। দুই চিকিৎসক বোনকে আমরা দেখেছি, নিজ উদ্যোগে গ্যারেজের মধ্যে অস্থায়ী ক্লিনিক করে চিকিৎসা দিয়েছেন। অনেকে নিজেদের ঘরে অস্থায়ী ক্লিনিক করে চিকিৎসা দিয়েছেন। আপনারা নিজেরা ঝুঁকির মধ্যে ছিলেন। পরিবার ঝুঁকির মধ্যে ছিল। তবুও পাহাড়সম বাধা পার করে মানুষের জীবন বাঁচাতে এগিয়ে এসেছিলেন।‘রক্ত দেওয়ার সরঞ্জাম সরবরাহ ছিল না। অ্যান্টিবায়োটিক, পেইনকিলারের মতো ওষুধও ছিল না। আপনারা এগুলো নিজেরাই সরবরাহ করেছিলেন। আপনারা শুধু চিকিৎসক নন, আপনারা এই জুলাইয়ের অন্যতম নায়ক। আপনারা সাহস এবং মানবতা ও দায়িত্ববোধের জীবন্ত প্রতিচ্ছবি। এই দুঃসময়ে আপনারা যে সেবা দিয়েছেন, তা আমরা কোনোদিন ভুলবো না। আমি আশা করবো, আজকের এই আয়োজন থেকে নির্ভীক সাহসী ডাক্তারদের গল্পগুলো উঠে আসবে। জাতিকে অনুপ্রেরণা জোগাবে।’ যোগ করে প্রধান উপদেষ্টা।

এসময় জাতির পক্ষ থেকে জুলাইয়ে কর্তব্যরত সব স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com