জামায়াত নেতা মোহাম্মদ আলীসহ দেশের সকল ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে দোহার-নবাবগঞ্জ নাগরিক সমাজের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে। গত রবিবার বিকেলে নবাবগঞ্জ কোর্ট বিল্ডিং থেকে শুরু হয়ে শহীদ মিনার পর্যন্ত প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয়।
নবাবগঞ্জের আইডিয়াল মাদরাসা অধ্যক্ষ ও জামায়াত নেতার বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের ঘটনায় মামলা হয়েছে। ওই ছাত্রীর মা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে মামলাটি করেন।
এর আগে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় যৌন হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা। তিইন দ্রুত অভিযুক্ত মাদরাসার প্রিন্সিপালকে পদচ্যুত করার দাবি জানান। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে অপরাধীকে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
তবে জামায়াত নেতারা বলছে রাজনৈতিক ষড়যন্ত্রে এই অভিযোগ তোলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দলীয় কোনো ব্যবস্থা নেয়নি জামায়াত।