চট্টগ্রামের বান্দরবানের রুমায় মায়ানমার সীমান্ত সংলগ্ন রেমাক্রি প্রাংশা ইউনিয়নের রেত ত্লাং পাহাড়ি এলাকায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের একটি আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। ওই আস্তানা থেকে অস্ত্র গোলা বারুদ পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উদ্ধারকৃত অস্ত্র সরঞ্জামগুলো সেনাবাহিনীর রুমা ব্যাটেলিয়ান সদরে নিয়ে আসা হয়েছে। এর আগে রুমার দুর্গম এলাকায় সন্ত্রাসী তৎপরতা দমন ও কেএনএফ এর সন্ত্রাসীদের ধরতে মাস ব্যাপী একটি অভিযান পরিচালনা করা হয়েছিল।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মায়ানমার সীমান্ত সংলগ্ন দুর্গম রেতত্লাং রেঞ্জ এলাকায় কেএন এফ এর একটি গোপন আস্তানায় সেনাবাহিনী সাঁড়াশি অভিযান চালায়। এতে কেএন এফ এর সন্ত্রাসীরা সীমান্ত এলাকার দিকে গা ঢাকা দেয়। পরে সেনাবাহিনী গোপনাথ থানা থেকে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে।
এছাড়াও, সশস্ত্র সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং বিভিন্ন কৌশলগত স্থাপনা দখল করা হয়। এদিকে আইএসপিআর থেকেও অভিযানের কথা উল্লেখ করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২২ সালে বম সম্প্রদায়ের বেশ কিছু বিপথগামী যুবক নতুন সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ গড়ে তুলে। এদের বিরুদ্ধে ব্যাংক ডাকাতি অস্ত্র লুট অপহরণ হত্যা চাঁদাবাজি সহ নানা অভিযোগ রয়েছে। ২০৩০ সালে এই সশস্ত্র দলটি রুমা ও থানচি উপজেলায় দুটি ব্যাংকের তিনটি শাখায় হামলা চালিয়ে টাকা ও অস্ত্র লুট করে। বর্তমানে এদের বিরুদ্ধে পাহাড়ে অভিযান পরিচালনা করছে নিরাপত্তা বাহিনী।