মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেছে। তুরুন আনোয়ার (আনোয়ার, সরে যাও) শীর্ষক এই সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিক্ষোভকারীরা আনোয়ার সরকারের বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছেন এবং দ্রুত তার পদত্যাগ দাবি করছেন।
শনিবার (২৬ জুলাই) সকাল থেকেই কুয়ালালামপুরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন জড়ো হতে শুরু করেছে। বিশেষ করে মারদেকা স্কয়ার এবং এর আশেপাশে বিপুল সংখ্যক বিক্ষোভকারীকে দেখা গেছে। তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার রয়েছে। যেখানে আনোয়ারের পদত্যাগ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানানো হয়েছে।
বিক্ষোভকারীদের মূল অভিযোগ, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ক্ষমতায় আসার আগে যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণে ব্যর্থ হয়েছেন।
জানা গেছে, প্রতিশ্রুতি ভঙ্গই এই বিক্ষোভের মূল কারণ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের ব্যর্থতা নিয়ে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বিক্ষোভ আনোয়ার সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, যদিও মালয়েশিয়ার সরকার এবং তাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ হওয়ার আহ্বান জানিয়েছে, তবে জনতা তাদের দাবিতে অনড় রয়েছে।