টেকনাফের হ্নীলা এলাকায় মোটরসাইকেলের এয়ার ফিল্টারে লুকানো অবস্থায় ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান চালায় ৩০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
৩০ বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের নির্দেশনায় সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে দায়িত্বরত টহল দল একটি সন্দেহজনক মোটরসাইকেল থামায়। এ সময় চালক টেকনাফের হ্নীলা পূর্ব ফুলের ডেইল এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে নেওয়াজ উদ্দিন মোরশেদ (২০) কে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তিনি ইয়াবা বহনের কথা স্বীকার করেন।
পরবর্তীতে মোটরসাইকেলটি তল্লাশি করে এয়ার ফিল্টারের ভেতরে বিশেষভাবে লুকানো ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “ইয়াবাসহ আটক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করে স্থানীয় থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।”