কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুইটি ওয়ান শুটার গান, আট রাউন্ড কার্তুজ ও পাঁচটি ককটেল সদৃশ্য বস্তুসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন)।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে পরিচালিত এ অভিযানে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই-ব্লকে বসবাসরত এহসানুল হকের স্ত্রী শ্রাবণী ওরফে সাবু (৪০) কে আটক করা হয়।
১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও বিস্ফোরক মজুদের মতো ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। ১৪ এপিবিএন সবসময় আইন-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”