বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে ৩০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে সোনাইছড়ি ইউনিয়নের সীমান্ত এলাকায় অভিযান চালায় নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। অভিযানে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে অনুপ্রবেশকারী এক যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ এক মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”