পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শুকানী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ১১ জন বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার ভোর ৪টার দিকে ৫৬ বিজিবির অধীনস্থ শুকানি বিওপির একটি টহল দল সীমান্তের ৭৪২/১-এস পিলার এলাকা থেকে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- যশোর জেলার শার্শা উপজেলার বাইকুলা গ্রামের নূরলী বিশ্বাসের মেয়ে ফুলসুরাত (৬০), একই জেলার কোতোয়ালি থানার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল মান্নানের রোজিনা আপন খাতুন (৩৫), নড়াইল জেলার কালিয়া থানার জামিল দাঙ্গা গ্রামের মিরাজ খন্দকারের মেয়ে চুমকি খাতুন (২৫), ফরিদপুর জেলার রাজর থানার সত্যপতি গ্রামের হাকিম তালুকদারের মেয়ে সালেহা খাতুন (৪০), নড়াইল জেলার কালিয়া থানার জামিলডাঙ্গা গ্রামের তাকরিজ আলীর মেয়ে হাসনাহেনা খাতুন, একই জেলার কালিয়া থানার মাধবপুর গ্রামের আনসার মুন্সীর মেয়ে রোজিফা (৩২), যশোর জেলার অভয়নগর থানার চন্দ্রপুর গ্রামের জালাল বিশ্বাসের মেয়ে সেলিনা বেগম (২৫), গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া থানার দক্ষিণ বাঁশরিয়া গ্রামের শাহ আলমের মেয়ে রুপা খানম (২৫), মাদারীপুর জেলার জাজিরা থানার ফরিদপুর গ্রামের বাবুল বেপারীর মেয়ে শাবানা বেপারী (২৭), গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ থানার বেতগ্রাম গ্রামের মফিজ মোল্লার মেয়ে বন্যা খাতুন (২৪), নড়াইল জেলার লোহাগাড়া থানার চরকালনা গ্রামের দেলোয়ার মোল্লার মেয়ে মিনা খাতুন (২৪)।
নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুকানী বিওপির দুটি দল সীমান্ত পিলার ৭৪২/১-এস এর কাছাকাছি আমজোয়ানী এলাকায় অভিযান চালানো করে। ভোর ৪টার দিকে তারা ওই ১১ নারীকে ভারতে অনুপ্রবেশের আগে আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় স্থানীয় সিভিল সোর্সের মাধ্যমে বিষয়টি নজরে এলে বিজিবি টহল দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের মুম্বাই শহরে গৃহকর্মী এবং কোম্পানিতে কাজের উদ্দেশ্যে যাত্রা করছিলেন।
বিজিবি জানায়, তারা দালালের মাধ্যমে ভারতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, একাধিক দালাল চক্রের মাধ্যমে তারা মোট ১ লাখ ৬৫ হাজার টাকা চুক্তিতে সীমান্ত এলাকায় আসেন। আটক নারীদের কাছ থেকে ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের তেঁতুলিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।