নাইক্ষ্যংছড়ি থানার পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সূত্র জানায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) গভীর রাতে নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশের একটি বিশেষ টিম। অভিযানকালে বিশাল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়, যা মাদক চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, তারা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।