ফেনীতে তারেক রহমানের পক্ষ থেকে ৫টি মাদ্রাসায় শতাধিক কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে জেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ৫টি মাদ্রাসায় কোরআন শরিফ বিতরণ করা হয়।
জানা গেছে, পাঁচগাছিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা শামিম ওয়াহিদের উদ্যোগে সাবেক ছাত্রনেতা সৌদি প্রবাসী ওসমান গনির সহযোগিতায় এ কোরআন শরিফ বিতরণ করা হয়।
জানা গেছে, পাঁচগাছিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা শামিম ওয়াহিদের উদ্যোগে সাবেক ছাত্রনেতা বর্তমান সৌদি প্রবাসী ওসমান গনির সার্বিক সহযোগিতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এলাহীগঞ্জ ইসলামি মাদ্রাসা ও এতিমখানা, বগইড় দিঘির পাড় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা, পাঁচগাছিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং তালিমুদ্বীন মাদ্রাসা ও এতিমখানায় এসব কোরআন শরিফ বিতরণ করা হয়।
বিতরণের সময় উপস্থিত ছিলেন- পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক, জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আলমগীর কবির রাকিব, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মওদুদ আহমেদ রনি, সদর উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল এমরান, ইউনিয়ন ছাত্রদল নেতা মাসুমুল হক, শরীফুল ইসলাম জিহাদ প্রমুখ।
ছাত্রদল নেতা শামিম ওয়াহিদ বলেন, ছাত্রদল সবসময় ইসলামপ্রেমী, কোরআনপ্রেমী এবং আলেম ওলামাপ্রেমী। স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় গত ১৬/১৭ বছর আমাদেরকে কখনও কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বারপ্রান্তে যেতে দেয়নি।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর ছাত্রদল কর্মীরা স্কুল-মাদ্রাসাগুলোতে গিয়ে ছাত্রদের সঙ্গে কথা বলছি, ছাত্রদের, প্রতিষ্ঠানকে শিক্ষামুখী করার জন্য শিক্ষাসামগ্রীসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী দিয়ে, খেলাধুলার আয়োজন করে তাদের পাশে থাকার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে তারুণ্য অহংকার তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।