
মিয়ানমারের রাখাইন প্রদেশে নিজেদের শেষ বিমান প্রতিরক্ষা ইউনিট হারিয়েছে সেনাবাহিনী। আরাকান আর্মি বিদ্রোহীরা সেই ইউনিট দখল করে নিয়েছে।
ইউনিটটির মূল রাডার, যা রাখাইনের আকাশসীমা নজরদারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। এখন সেই বিদ্রোহীদের ড্রোনগুলো সরাসরি উড়ছে বার্মিজ বিমান প্রতিরক্ষা রাডারের মাথার ওপর দিয়ে যেন পুরো আকাশই তাদের হাতে চলে গেছে।