নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
কক্সবাজারের নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির বিশেষ অভিযানে মালিকবিহীন ৭৫ কার্টন বার্মিজ ORIS সিগারেট উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (৫ জুলাই ২০২৫) আনুমানিক সকাল ৯টা ১০ মিনিটে, ১১ বিজিবির বিজিডিও-৩১৬ সহকারী পরিচালক মোঃ আল আমিন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন সদর থেকে উত্তর দিকে প্রায় ৩ কিলোমিটার দূরে রামু থানার গর্জনিয়া ইউনিয়নের বাঘঘোনা এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অবৈধ সিগারেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সিগারেট বর্তমানে ব্যাটালিয়ন সদরের হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।