রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট জি এম মুজিবুর।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় জাতীয় পার্টি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের সময় এ ঘটনা ঘটে।
এ সময় তার মাথায় ইটের আঘাত লাগে। এতে সাংবাদিক মুজিবুরের মাথায় পেছনের অংশ কেটে রক্তক্ষরণ হয়।
কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
একই সময় বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার নাইমুর রহমান দুর্জয় গুরুতর আহত হয়েছেন।
এর আগে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা চালাচ্ছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশের সামনেই কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এর আগে ফারুক ও রাশেদ খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষ হওয়ার পরপরই একদল নেতাকর্মী হামলার চেষ্টা চালায়।
প্রায় ১৫ মিনিটের বেশি সময় উত্তেজনার পর গণঅধিকার পরিষদের নেতারা তাদের কর্মীদের সরিয়ে নেন। এর কয়েক মিনিট পরেই কয়েকজন লোক পেছন দিয়ে এসে জাপা কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।
পরে কার্যালয়ের সামনে ভাঙচুর করে ভেতরে প্রবেশ করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। কার্যালয় থেকে চেয়ার-টেবিল বের করে বাইরেও আগুন ধরিয়ে দেওয়া হয়।