ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নিমাই মণ্ডল (৪৩) নামের এক বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
নিমাই গাজীপুরের কালীগঞ্জ থানার পাড়ারটেক গ্রামের জগদীশ মণ্ডলের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে মহেশপুরের কুমিল্লাপাড়া বিওপির সীমান্তে মেইন পিলারের পাশে কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে একজন বাংলাদেশি নাগরিক নিমাইকে হস্তান্তর করে বিএসএফ।
নিমাই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গিয়ে বসবাস করতেন এবং ভারত থেকে বাংলাদেশে আসার সময় বিএসএফ তাকে আটক করে। পরে বিএসএফ পতাকা বৈঠকের আয়োজন করে এবং বাংলাদেশি নাগরিকের নাম-ঠিকানা যাচাই করে তাকে বিজিবির কাছে হস্তান্তর করে।
হস্তান্তরের পর বিজিবি নিমাইকে মহেশপুর থানায় সোপর্দ করে বলে সূত্র জানায়।