1. admin1@shimantoshohor.com : ডেস্ক নিউজ • : ডেস্ক নিউজ •
  2. info@shimantoshohor.com : Admin Panel : Admin Panel
  3. alamcox808@gmail.com : Bodi Alam : Admin5 Admin5
  4. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  5. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
শিরোনামঃ
খালেদা জিয়া পুরোটা জীবন দেশ এবং মানুষের কল্যাণে ব্যয় করেছেন: মুফতি মোর্তোজা ফয়েজি শারীরিকভাবে অক্ষম ১২ জন প্রতিবন্ধীদের হুইলচেয়ার দিল জামায়াত ৭ শহীদ পরিবার ও অসুস্থ হাফেজ সায়েমের পাশে তারেক রহমান কক্সবাজারে ক্রিস্টাল মেথ ও ইয়াবা পাচার মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড আমার জানাজায় যেন জামায়াত-শিবিরের কেউ উপস্থিত না থাকে: ছাত্রদল নেতা ক্ষমতায় এলে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দেব: জামায়াত প্রার্থী কক্সবাজার সরকারি কলেজের মাস্টার্স পড়ুয়া ছাত্র করিম উল্লাহ কে মিথ্যা হত্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ! চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের একাধিক স্থানে অবরোধ, দীর্ঘ যানজট এনসিপি ও ছাত্রশক্তি থেকে সরে দাঁড়ালেন নুরুল জাবেদ — পারিবারিক সিদ্ধান্তই চূড়ান্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে লোহাগাড়ায় সড়ক অবরোধ

দল হিসেবে আওয়ামী লীগের বিচার হলে জামায়াতের হবে না কেন : মাসুদ কামাল

✍️ প্রতিবেদক: সীমান্ত শহর ডেস্ক:

  • আপডেট সময়ঃ শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, যে কাজটা এখন আওয়ামী লীগের জন্য হচ্ছে, যে দল হিসেবে আওয়ামী লীগ যদি কোনো ভূমিকা রেখে থাকে তার বিচার হবে, তাহলে দল হিসেবে ’৭১ সালে জামায়াতের কী ভূমিকা ছিল, তার বিচার হবে না কেন? হওয়া তো উচিত। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওতে তিনি এ কথা বলেন।

দল হিসেবে আগে বিচার না হওয়ার প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, দল হিসেবে বিচার করার কোনো নিয়ম আগে ছিল না, কোনো আইন আগে ছিল না। এই আইনটা এই সরকার এখন যুক্ত করেছে আইসিটি আইনে।

মানবতাবিরোধী আচরণের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল, সেখানে এখন দলেরও বিচার করা যায়। আমি তো মনে করি, এখানে জামায়াতের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা মারা গেছেন, তাদের কেউ এসে বাদী হয়ে মামলা করেন। তা না হলে সরকারের উচিত বিচারের জন্য আবেদন করা।

আপনি যদি ২০২৪-এর গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার করতে পারেন, তাহলে ’৭১-এর গণহত্যার জন্য জামায়াতের বিচার করতে পারবেন না কেন? বিচার করেন। যদি প্রমাণিত হয় জামায়াত নির্দোষ ছিল, বেঁচে গেলেন; কোনো সমস্যা তো নেই। বিচারের আওতায় আনলেই যে সে অপরাধী হয়ে গেল, তা তো নয়। বিচার হোক এই দাবি আমি করি।

শুধু আওয়ামী লীগের বিচার করবেন কেন, জামায়াতেরও করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জাতির কাছে ক্ষমা চাওয়া প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, প্রশ্নটা আপনার বিষয়ে না, আপনার দলের ব্যাপারে। সেটা হলো মুক্তিযুদ্ধের সময় আপনার দলের ভূমিকাটা কী ছিল? আপনার দলের নেতার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অভিযোগ ছিল। সেই অভিযোগগুলোর বিচার হয়েছে, অনেকের বিরুদ্ধে চরম শাস্তি হয়েছে। সেই বিচার নিয়ে প্রশ্নও উঠেছে, আমি নিজেই বলেছি।

অনেক বিচার আন্তর্জাতিক মানসম্পন্ন হয়নি এবং আমি এটাও মনে করি, বিচারের নামে কারো কারো প্রতি হয়তো অবিচারও করা হয়েছে। তিনি বলেন, কিন্তু রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর ’৭১-এ যে ভূমিকা, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তির বিরোধিতা করেনি? করেছে। তারা কি পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেনি? করেছে। পাকিস্তানি বাহিনী কি এ দেশে গণহত্যা চালায়নি? চালিয়েছে। সে গণহত্যায় কি জামায়তে ইসলামী সহায়তা করেনি, সমর্থন দেয়নি? দিয়েছে, করেছে। পাকিস্তানি বাহিনী কি এ দেশে মা-বোনদের ধর্ষণ করেনি? সেটাও করেছে। সেই কাজে কি জামায়াতেরই সহযোগিতার মানসিকতা ছিল না? ছিল।

তিনি বলেন, তাহলে জামায়াতের ভূমিকাটা কী ছিল, সেই ভূমিকার সমালোচনা করা হয়েছে। সেই ভূমিকার জন্য আপনি বলবেন যে— আমার দল ওই সময় যে ভূমিকাটা রেখেছিল, সেই ভূমিকাটা ঠিক না।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com