সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল শুরু করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
অনেক জায়গায় এসব মিছিলে বিএনপির নেতাকর্মীরা বাধা-ধাওয়া দিলেও, জামায়াতের নেতাকর্মীদের এ ধরনের কার্যক্রম চোখে পড়েনি। এই নিয়ে প্রশ্ন তুলেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রশ্ন তোলেন তিনি।
পোস্টে হাদি লেখেন, লীগের একটা মিছিলেও এখন পর্যন্ত জামায়াতকে ধাওয়া দিতে দেখলাম না। এখন পর্যন্ত ম্যাক্সিমাম ধাওয়া বিএনপিই দিছে। জামায়াতের কারো সামনে কি লীগের মিছিল পড়ে না?