
কক্সবাজারের উখিয়া উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ। শনিবার (১ নভেম্বর) বিকেলে মনোরম ইনানী সমুদ্র সৈকতে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় উখিয়া উপজেলা উত্তর জোন ও দক্ষিণ জোন একাদশ। রোমাঞ্চকর খেলায় উত্তর জোন ২-১ গোলে পরাজিত করে দক্ষিণ জোনকে। খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণে বেশ সক্রিয় ছিল। খেলার আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজার জেলা ও উখিয়া উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বক্তব্য রাখেন। আয়োজক কমিটির সদস্যরা জানান,“গণমাধ্যমকর্মীরা সবসময় অন্যদের খেলার খবর লিখে থাকেন, কিন্তু আজ নিজেদের মধ্যে বন্ধন ও সম্প্রীতি বাড়াতে এই আয়োজন করা হয়েছে।”আগত অতিথিবৃন্দ বলেন,“এ ধরনের আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকা প্রয়োজন।”চ্যাম্পিয়ন দলের অধিনায়ক বলেন, “জয় পরাজয় নয়, মূল উদ্দেশ্য ছিল সবাইকে একত্র করা। তবুও জয় আমাদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।”দিনব্যাপী এই আয়োজন শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।