বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর আওতাধীন শিবের বাজার ও আমানগন্ডা বিওপির আভিযানিক দল চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ পণ্য জব্দ করেছে।
শনিবার(১৯ জুলাই) এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ২০২ কেজি গাঁজা, ১ হাজার ৫৫৫ বোতল ফেনসিডিল, ৭২ বোতল বিদেশি মদ, ২০২ বোতল ইস্কফ সিরাপ, ৪৮ বোতল বিয়ার, ৫০০ পিস স্কিন সাইন ক্রিম এবং ২০ হাজার ৭৭৬ পিস ভারতীয় অবৈধ আতশবাজি জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর। জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
বিজিবির এমন সফল অভিযানে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির এ ধরনের তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।