কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার-০৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, “জামায়াতে ইসলামী সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফের বাংলাদেশ গড়তে দেশবাসীর কাছে বদ্ধপরিকর।”
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পালংখালী ইউনিয়ন জামায়াত আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হলেও শাসক শ্রেণি ছাড়া দেশের সিংহভাগ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। শিক্ষা, চিকিৎসা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি, মানবাধিকার ও ভোটাধিকার হাইজ্যাক করা হয়েছে। ভিন্নমত দমনে অসহিষ্ণু আচরণ পরিবর্তনকামী মানুষকে হতাশ করেছে।
আনোয়ারী আরো বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার আলোকে নতুন প্রজন্মকে হতাশা ও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হবে না। সকল ধর্ম-বর্ণের প্রতি শ্রদ্ধা রেখে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে জামায়াত কাজ করে যাচ্ছে। সেই কাঙ্খিত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে জনমত সৃষ্টির আহ্বান জানান তিনি।
ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি অধ্যক্ষ মাওলানা জমির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, উপজেলা কর্মপরিষদ সদস্য ডা. কবির আহমদ, শ্রমিক নেতা মুহাম্মদ শাহজাহান, ইউনিয়ন জামায়াতের আমীর আবুল আলা রোমান ও সেক্রেটারি আবদুর রহমান প্রমুখ।