কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে আলোচিত ফোর মার্ডার মামলার আসামিদের জায়গায় ওয়্যারহাউজ নির্মাণ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তবে এ ওয়্যারহাউজ ভরাট কাজে ব্যবহার করা হচ্ছে বন বিভাগের পাহাড় ও পার্বত্যাঞ্চলের ঘুমধুম এলাকার পাহাড় কেটে আনা মাটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানবিক প্রতিষ্ঠান রেড ক্রিসেন্টের উদ্যোগকে অনেকেই ইতিবাচকভাবে দেখলেও পাহাড় কেটে মাটি আনা এবং আলোচিত আসামিদের জায়গায় ওয়্যারহাউজ নির্মাণকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
একজন স্থানীয় বাসিন্দা জানান, মানবিক কাজের জন্য রেড ক্রিসেন্ট এগিয়ে এসেছে, এটা ভালো। কিন্তু পাহাড় কেটে পরিবেশ নষ্ট করা এবং মামলার আসামিদের জায়গা ব্যবহার করা সবার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না।
পরিবেশবাদীরা সতর্ক করে বলছেন, পাহাড় কেটে মাটি আনা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে ভূমিধসসহ নানান প্রাকৃতিক ঝুঁকি তৈরি হতে পারে।
অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, ঘুমধুমের বড় বিলের জাহেদর নেতৃত্বে পাহাড় কেটে আনা মাটি দিয়ে ওয়্যারহাউজ ভরাটের কাজ পরিচালিত হচ্ছে।