আওয়ামী লীগ আমলে টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) ও জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুমের অভিযোগে দুই মামলায় শেখ হাসিনা ও তারিক সিদ্দিকসহ ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল গ্রেফতারি পরোয়ানা জারি করে।
টিএফআই সেলের গুমের মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। একই অভিযোগে জেআইসিতে গুমের মামলাতেও শেখ হাসিনা ও তারিক সিদ্দিকসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।
দুটি মামলায় ৩০ আসামির বিরুদ্ধে পাঁচটি পৃথক অভিযোগ আনা হয়েছে। গুমের মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিনে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন ভুক্তভোগী বিভিন্ন পরিবারের সদস্য।