শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবর উখিয়া উপজেলা শাখা।
উপজেলা শিবিরের সভাপতি সাইফুল ইসলাম সোহরাওয়ার্দীর সভাপতিত্বে , উপজেলা সেক্রেটারি আল মুবিনের সঞ্চালনায় আলোচনায় সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি, মাওলানা সুলতান আহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার শহর শাখার সাবেক সভাপতি রিদুয়ানুল হক জিসান।
এ সময় বক্তারা বলেন, শহিদ আবরার ফাহাদের রক্তের বিনিময়ে এ দেশে বিপ্লবের সুচনা হয়েছে, তিনি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে বজ্র কঠোর, ২০১৯ সালের ৭ ই অক্টোবর আবরার কে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমুলক বিচার করতে হবে, আবরারকে হত্যা করার মাধ্যমে প্রমান করেছে ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিবিরের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
দোয়া পাঠ ও মোনাজাতের মাধ্যমে পোগ্রাম সমাপ্ত হয়।