1. admin1@shimantoshohor.com : ডেস্ক নিউজ • : ডেস্ক নিউজ •
  2. nrakash261@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  3. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
  4. alamcox808@gmail.com : ডেস্ক নিউজ : : ডেস্ক নিউজ :

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম, আটক অবস্থায় ভিডিও বার্তায় জানালেন ফিলিস্তিনের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান

✍️ প্রতিবেদক: সীমান্ত শহর ডেস্ক:

  • আপডেট সময়ঃ বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৪ বার পঠিত

📰 ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

গাজা অভিমুখী মানবিক সহায়তা বহনকারী ‘কনশানস’ (Conscience) নামের নৌযান থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।

বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় শহিদুল আলম জানান, সমুদ্রে তাদের আটক করা হয়েছে এবং ইসরায়েলের দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে।

এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন, বুধবার ভোর নাগাদ তাদের ‘রেড জোন’ তথা বিপজ্জনক এলাকায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, গাজার সমুদ্রবন্দর ভেঙে প্রবেশের চেষ্টা করা এই নতুন ফ্লোটিলা ব্যর্থ হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে। ইসরায়েলি নৌবাহিনী সব জাহাজ ও যাত্রীদের আটক করে একটি ইসরায়েলি বন্দরে নিয়ে গেছে।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “আইনগত নৌবন্দর ভেঙে যুদ্ধে প্রবেশের আরেকটি ব্যর্থ প্রচেষ্টা কোনো ফল ছাড়াই শেষ হয়েছে। জাহাজ ও যাত্রীরা বর্তমানে একটি ইসরায়েলি বন্দরে নিরাপদ ও সুস্থ অবস্থায় রয়েছেন। তাদের দ্রুত বহিষ্কারের পরিকল্পনা রয়েছে।”

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের আয়োজিত নয়টি জাহাজের এই বহরে অন্তত ১০০ জন সক্রিয় কর্মী অংশ নিয়েছেন। প্রায় দুই সপ্তাহ আগে ইতালি থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় এই বহর। ‘কনশানস’ ছিল সেই বহরের একটি জাহাজ, যেখানে অবস্থান করছিলেন শহিদুল আলম।

📰 ইসরায়েলের হাতে আটকের পর যে বার্তা দিলেন শহিদুল আলম

আটকের পর ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন,
“আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন ফটোগ্রাফার ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে এতক্ষণে আমাদের সমুদ্রে আটক করা হয়েছে। ইসরায়েলি বাহিনী, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে।

আমি আমার সকল কমরেড ও বন্ধুদের আহ্বান জানাচ্ছি—ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যান।”

ভিডিওর ক্যাপশনে তিনি আরও লেখেন, “আমি শাহিদুল আলম, বাংলাদেশ থেকে একজন ফটোগ্রাফার ও লেখক। যদি আপনি এই ভিডিওটি দেখছেন, তাহলে আমরা সমুদ্রপথে আটকানো হয়েছি এবং আমাকে ইসরায়েলের অভিযান বাহিনী ধরে নিয়ে গেছে, যারা গাজায় গণহত্যা চালাচ্ছে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com