কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি পাচারের সময় একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ। বুধবার (৮ অক্টোবর) সকালে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের চোরাখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাহাড়ের পাদদেশ থেকে অবৈধভাবে মাটি বোঝাই করা একটি ডাম্পার জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় ডাম্পারের চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায়। সরকারি পাহাড় কেটে মাটি পাচারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, “বনাঞ্চল রক্ষা ও পাহাড় ধ্বংস বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাহাড় সংরক্ষণ অত্যন্ত জরুরি।” স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র রাতের অন্ধকারে পাহাড় কেটে মাটি পাচার করছে।