কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সংরক্ষিত বনভূমি (পিএফ) এলাকায় বসতভিটা দখলকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপালংয়ের হরিণমারা এলাকার মৃত হাশেমের পুত্র নুরুল ইসলাম (আহত) দীর্ঘ ২৫ বছর ধরে উক্ত দখলীয় পিএফ জমিতে বসবাস করে আসছিলেন।
প্রায় ২৫ বছর আগে একই স্থানে মৃত আব্দুর রহমানের দুই পুত্র ছেয়দ ও ফরিদ বসবাস শুরু করেছিলেন।
তবে স্থানীয়দের ভাষ্যমতে “ভূতপ্রেতের উৎপাত” রয়েছে এমনটা দাবি করে ছেয়দ ও ফরিদ কিছুদিন পর বসতভিটা ছেড়ে পুরনো বসতভিটার বাড়িতে ফিরে যান।
এরপর নুরুল ইসলাম পরিত্যক্ত জায়গায় বসত গড়ে তোলেন এবং জমিটিকে বসবাসযোগ্য করে তোলেন।
স্থানীয়রা জানান, জায়গাটি বসতের উপযোগী করতে বন বিভাগের মামলার মুখেও পড়তে হয় নুরুল ইসলামকে।
সম্প্রতি নুরুল ইসলামের জেটাতো ভাই মো. ছেয়দ উক্ত বসতভিটা নিজের বলে দাবি করে পুনরায় দখলের চেষ্টা চালান।
এতে দু-পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এ নিয়ে তর্ক-বিতর্ক থেকে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে নুরুল ইসলাম ও তার স্ত্রী আহত হন এবং বসতবাড়িতে অগ্নিকাণ্ডও ঘটে। তবে কে বা কাহারা অগ্নিকাণ্ড ঘটিয়েছে তা সঠিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উখিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।