চট্টগ্রামের আনোয়ারায় একটি দেশীয় এলজি, একটি তুর্কি একনলা বন্দুক ও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকাসহ একজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল আটটায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক যুবকের নাম আবদুল মজিদ (৩৯)। তিনি ওই এলাকার মৃত মুসলিম আহমেদ চৌধুরীর ছেলে।
পুলিশ জানায়, ঘরে অস্ত্র থাকার তথ্য পেয়ে আনোয়ারা থানা–পুলিশের একটি দল এই অভিযান চালিয়েছিল। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী পুকুরের পাকা ঘাটের পাশে মাটির নিচ থেকে একটি দেশীয় এলজি, একটি তুর্কি একনলা বন্দুক, আটটি কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আটক ব্যক্তির ঘরের চারপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাঁরা অস্ত্র সম্পর্কিত তথ্য পেয়েছিলেন।