কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন রোহিঙ্গা আটক হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর রাত ৩টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের মন্ডলপাড়া এলাকায় অভিযান চালায়।
এসময় মিয়ানমার দিক থেকে ৩ জন ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করতে দেখে বিজিবি সদস্যরা তাদের আটকানোর চেষ্টা করে। উপস্থিতি টের পেয়ে তারা একটি ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করতে সক্ষম হয়। পরে উদ্ধারকৃত ব্যাগ তল্লাশি করে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
আটককৃতরা হলো, রোহিঙ্গা ক্যাম্প-১৯, ব্লক-ডি/৯ এলাকার মৃত হাফেজ আহমেদের পুত্র মো. হাসান (২৫), ক্যাম্প-১৯ ব্লক-সি/৮ এলাকার আ. রহিমের পুত্র এনাম করিম (২৫), এবং ক্যাম্প-১৯, ব্লক-এ/৯ এলাকারমো. হাসানের পুত্র মো. আয়াস (২১)।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, আটক আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের পর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।