
কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও এক মাদকবাহককে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা।
বিজিবি জানায়, ১৩ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিপি-২৯ এর পাশের নারিকেল বাগান এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর মিয়ানমার দিক থেকে তিনজন লোককে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এসময় দুইজন পালিয়ে গেলেও একজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মো. সাদেক হোসেন (২০), পিতা— মো. আলম; তিনি ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। পালিয়ে যাওয়া ব্যক্তিদের একজন স্থানীয় মাদকচক্রের সক্রিয় সদস্য আব্দুর রহিম (৩২), যিনি বিজিবির তালিকাভুক্ত “মোস্ট ওয়ান্টেড” এবং দুইটি মাদক মামলার পলাতক আসামি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদেক জানান, মাত্র ৯ হাজার টাকা পারিশ্রমিকের বিনিময়ে আব্দুর রহিমের নির্দেশে মিয়ানমার থেকে ইয়াবা বহনের কাজ করছিল।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি এক বিজ্ঞপ্তিতে বলেন, “মাদক সরবরাহকারী এবং চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও গ্রেফতার ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।”
তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারা নয়— চোরাচালান ও মাদক প্রতিরোধেও সমানভাবে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা, মাদকদমন ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। নিয়মিত এসব অভিযানে টেকনাফ-উখিয়া সীমান্ত অঞ্চলে মাদকবিরোধী কার্যক্রমে জনগণের আস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।