উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকাস্থ নিউজিল্যান্ড হাই কমিশনের দুই সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন, ইরেগুলার মাইগ্রেশন লিয়াজোঁ অফিসার (শ্রীলংকা) মি. ব্রেট শিল্ডস ও সিনিয়র ইরেগুলার মাইগ্রেশন লিয়াজোঁ অফিসার মি. বেন কুইন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রতিনিধি দলটি উখিয়া-২ আর্মি ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১৭ এর এইচ-৮৩ ব্লক সংলগ্ন এলাকায় এনজিও এডুকো পরিচালিত চাইল্ড ফ্রেন্ডলি স্পেস ঘুরে দেখেন।
এসময় সংস্থার পক্ষ থেকে শিশুদের বিভিন্ন কার্যক্রম যেমন, বাস্কেটবল, বল নিক্ষেপ, বিস্কুট খেলা ইত্যাদি সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করা হয়। প্রতিনিধি দল উপস্থিত রোহিঙ্গা শিশুদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
একই দিন দুপুরে পরিদর্শনে আসা প্রতিনিধি দল ক্যাম্প-১৮ এর এল-৪ ব্লক সংলগ্ন বিভিন্ন এনজিও পরিচালিত মাল্টিপারপাস সেন্টার পরিদর্শন করেন। সেখানে সংস্থার প্রতিনিধি তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেন। প্রতিনিধি দল রোহিঙ্গাদের সাথে কুশলাদি বিনিময় করে প্রতিষ্ঠানটির চারপাশ ঘুরে পর্যবেক্ষণ করেন। পরে দুপুর দেড়টার দিকে প্রতিনিধি দল কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প এলাকা ত্যাগ করেন।